Tres-2b : মহাবিশ্বের সবচেয়ে অন্ধকারাচ্ছন্ন গ্রহ

আমাদের এই মহাবিশ্ব রহস্যঘেরা। রহস্যেঘেরা এই মহাবিশ্বে রয়েছে অনেক অদ্ভুত ধরনের গ্রহ,নক্ষত্র ইত্যাদি। যার বেশিরভাগ ই এখনো আমাদের অজানা। একটু আমাদের এই মিল্কিওয়ে গ্যালাক্সির কথা চিন্তা করেই দেখুন না। এখানেই রয়েছে প্রায় ২০০-৪০০ বিলিয়ন নক্ষত্র,তার সাথে রয়েছে অনেক গুলো গ্রহ। এদের কতগুলোর ব্যাপারে আমরা ঠিক মতো জানতে পেরেছি?? খুব সামান্যই। আবার আমাদের এই মিল্কিওয়ে গ্যালাক্সির মতোই রয়েছে আরো হাজার হাজার গ্যালাক্সি। সেসব গ্যালাক্সিতে থাকতে আমাদের কল্পনার থেকেও অদ্ভুতুড়ে সব গ্রহ-নক্ষত্র। তার খুব কমই আমরা জানতে পেরেছি।

আজ আমরা এই লেখায় একটি অদ্ভুত ধরনের রহস্যময় গ্রহ নিয়ে আলোচনা করব। যার নাম Tres-2b বা Kepler-1b. এটি এখনো পর্যন্ত আবিষ্কৃত হওয়া সবচেয়ে অন্ধকারাচ্ছন্ন গ্রহ। এটি আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সিতেই অবস্থিত।

Tres-2b বা Kepler-1b গ্রহটি ২০১১ সালে গ্রহটিকে সবচেয়ে অন্ধকারাচ্ছন্ন গ্রহ হিসেবে চিহ্নিত করা হয়। এক্সোপ্লেনেট সন্ধানকারী কেপলার স্পেস টেলিস্কোপ ২০০৯ সালে এটি আবিষ্কার করে। গ্রহটি আমাদের পৃথিবী থেকে ৭৫০ আলোকবর্ষ দূরে ড্রাকো নক্ষত্রমণ্ডল এ অবস্থিত। এটি GSC 03549-02811 নামের একটি নক্ষত্রকে প্রদক্ষিণ করছে। গ্রহটি আমাদের টাইডালি লকড অর্থাৎ একদিকে মুখ করে নক্ষত্রটিকে আবর্তন করে।
গ্রহটি প্রায় তিন দিনে ( ২.৪৭ দিন) নক্ষত্রটিকে আবর্তন করে। যেখানে সূর্যের থেকে সবচেয়ে কাছের গ্রহ বুধ এর ই সময় লাগে ৮৮ দিন। অর্থাৎ বোঝাই যাচ্ছে গ্রহটি এর নক্ষত্রের থেকে কতটা কাছে অবস্থিত।

[ বৃহস্পতি এবং Tres-2b এর আয়তনের তুলনামূলক পার্থক্য ]

গ্রহটির উপরে পড়া আলোর ৯৯% আলো শোষণ করে নেয় অর্থাৎ এর উপরে পড়া আলোর ১% বা এর থেকেও কম আলোই এটি প্রতিফলিত করে। এজন্য এটিকে প্রায় অন্ধকার দেখায়। বিজ্ঞানিরা মনে করেন এই গ্রহে আলো বিচ্ছুরণ করার মতো মেঘ নেই,যেটা আমাদের বৃহস্পতির আছে। আরো আরেকটা কারণ থাকতে পারে সেটা হলো এই গ্রহের আবহমণ্ডল এ বায়বীয় সোডিয়াম,পটাশিয়াম, টাইটেনিয়াম ডাই অক্সাইড রয়েছে,যেগুলো গ্রহটির উপর পড়া আলো শোষণ করে নেয়। যার ফলে গ্রহটিকে এতো টা অন্ধকার দেখায়।

অন্ধকারের পাশাপাশি এটি বেশ ভয়ংকর ও। কারণ এটি লাল আভা বিকিরণ করে। কারণ এটি নক্ষত্রের এতটা কাছাকাছি অবস্থিত যে এর তাপমাত্রা প্রায় ১১০০ ডিগ্রী সেলসিয়াস। এত উত্তাপের জন্য গ্রহগুলো এরকম আচরণ করে। এটির ভর ও ব্যাসার্ধ বিবেচনা করে বিজ্ঞানীরা ধারণা করছেন এটি একটি গ্যাসীয় দানব। তবে বৃহস্পতির সমান ও এর থেকে বড় গ্রহগুলো সাধারণত নক্ষত্রের এতটা কাছাকাছি অবস্থান করেনা। তাই বিজ্ঞানীরা এটিকে Hot Jupiter বা উত্তপ্ত বৃহস্পতি বলছেন।

onedio.co/

Comments are closed.