ভালোবাসার Ubuntu Mate .

 

অনেক অনেক দিনপর লিনাক্স এর ডিস্ট্রিবিউশন নিয়ে বক বক করতে আসলাম।  হ্যাঁ জানি ভাইয়ারা অনেক মিস করেছেন।

তো,  কথা না বাড়িয়ে চলুন নেমে পড়ি Ubuntu Mate মিশনে।  

‌প্রথমেই Ubuntu Mate আসলে Ubuntu ডিস্ট্রোর উপরে তৈরি করা একটি নতুন ডিস্ট্রিবিউশন যাকে লাইট ওয়েট বলে প্রকাশ করা হয়েছে।  Ubuntu মেট বা মেটে, অনেকে অনেক ভাবে ডাকে আমি মেট বলেই ডাকি। Ubuntu Mate ডেভেলপার টিম  ২৩ অক্টোবর ২০১৪ সালে প্রথম এই ডিস্ট্রোটি রিলিজ করে।  প্রজেক্ট টি মূলত মার্টিন এবং এলেন পপ Ubuntu’র ১৪.১০ এর উপর তৈরি করা হয়েছিল। প্রথম Ubuntu’র ১৪.০৪ এলটিএস এর উপর বেইস করে Ubuntu Mate এর Stable ভার্সন রিলিজ করেছিল।  তারপরই ভাগ্য খুলে গেল Canonical লিমিটেড Ubuntu Mate কে Ubuntu’র অফিসিয়াল ফ্লেভার হিসেবে গ্রহণ যোগ্যতা দিল।

Ubuntu Mate এর গাঠনিক জিনিস গুলো নিয়ে হালকা উপর ঝাপসা মানে সিম্পলের মধ্যে গর্জিয়াস আলোচনা করা যাক।  

ওপেন সোর্স লিনাক্স ডিস্ট্রো Ubuntu Mate GUI গ্রাফিকাল ইনভায়রনমেন্ট এ তৈরি করা হয়েছিল। সাধারণ ইয়ুজার ইন্টারফেস বা UI মেট বা Mate ডেস্কটপ এর উপর নির্মিত যার কারণে একে Ubuntu Mate ডাকা হয়।  Ubuntu Mate ডিস্ট্রোটি পাইথন এবং সি ভাষায় লিখা বা কোড করা হয়েছিল। User land যেখানে GNU আর কার্নেল টাইপ Monolithic 

প্লাটফর্ম গুলোর উপর একটু আলোকপাত করেই যাই-

তো, Ubuntu Mate এর প্লাটফর্ম বা যেইসব সিস্টেমে এই অপারেটিং সিস্টেম টি স্বাদ ছন্দে চলতে পারবে সেইগুলো হল :- IA-32,  32bit, 64bit, Power PC, ARM প্লাটফর্ম এ আরাম করেই চলতে পারে।

এখন বলবেন দাদা সর্বনিম্ন কেমন সিস্টেমে Ubuntu Mate চালাতে পারবো?  

তার উত্তর হল-  

প্রসেসর :- ইন্টেল পেন্টিয়াম M 1.0 GHz

র‍্যাম :- 1 জিবি

স্টোরেজ  :- ৯ জিবি এর যেকোন সিস্টেমে রান করাতে পারবেন Ubuntu Mate ডিস্ট্রোটি।

 তবে,

তাদের একটি রিকমেন্ড বা উপদেশ আছে তা হল :- 

প্রসেসর :- Core Duo 1.6 GHz

র‍্যাম :- ২ জিবি

স্টোরেজ :- ১৬ জিবি এর সিস্টেমে ভালোমতো চলতে সক্ষম এই লাইট ওয়েট ডিস্ট্রিবিউশন টি।  

আসুন এখন Ubuntu Mate এর সফলতা নিয়ে কথা বলি।  Canonical Ltd থেকে স্ট্যাটাস পাওয়ার পর এপ্রিল ২০১৫ তে Ubuntu Mate ব্রিটিশ কম্পিউটার রিসেলার  Entroware এর সাথে পার্টনারশিপের ঘোষণা দেয়। আগস্ট ২০১৭ তে ডিস্ট্রো ওয়াচ এর ২৪ তম স্থানে ছিল Ubuntu Mate এবং তা ৬ মাস ধরে রেখেছিল পেইজের হিট র‍্যাংকিং এ।  

তাদের প্রথম এলটিএস রিলিজ ছিল(১৪.০৪) ১১ নভেম্বর ২০১৪ তে এবং সর্বশেষ রিলিজ হল (১৮.০৪) ২৬ এপ্রিল ২০১৮ তে।  

ব্যক্তিগত মতামত :-

অনেক সুন্দর ডেস্কটপ পরিবেশ নিয়ে ডেবিয়ান ভাবের একটি সুন্দের User Interface হল Ubuntu Mate।  আমার কম ক্ষমতার ইন্টেল এটম প্রসেসরের ১ জিবি র‍্যাম এর ছোট নেটবুকে খুব ভালভাবেই চলছে। মোট কথা লাইট ওয়েট ডিস্ট্রো হিসেবে Ubuntu Mate অতুলনীয় এবং সুন্দর বটে।  

Ref :-

  1. https://en.wikipedia.org/wiki/Ubuntu_MATE
  2. https://ubuntu-mate.org/about/
  3. https://ubuntu-mate.community/t/what-languages-are-programs-in-ubuntu-mate-written-in/15316

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>