পৃথিবী থেকে বহু দূরে, এই মহাবিশ্বের গহীনে একটি অদ্ভুত ঘটনা ঘটে চলেছে। প্রায় এক ডজন দানবীয় ব্ল্যাক হোল মোটামুটি ভাবে একই দিকে অস্বাভাবিক পরিমাণ শক্তি বিচ্ছুরণ করে যাচ্ছে। এটাকে কসমিক কোইন্সিডেন্ট বলা যেতে পারে। কিন্তু কিছু এস্ট্রোনমার বলছেন এর পেছনে অনেক বড় ধরনের শক্তি কাজ করছে।
দানবীয় ভর বিশিষ্ট ব্ল্যাক হোল গুলোকে সাধারণত গ্যালাক্সি গুলোর কেন্দ্রে পাওয়া যায়। এগুলো প্রায়ই বিস্ফোরিত হয় এবং ইন্টার গ্যালাক্টিক স্পেসে এনার্জিস্ট প্লাজমা বিকিরণ করে। উদাহরণ হিসেবে বলা যায়, আমাদের গ্যালাক্সির কেন্দ্রে “স্যাগিটারিয়াস এ*” নামের যে সুপারম্যাসিভ ব্ল্যাক হোলটি রয়েছে তা মাঝে মাঝে ছোট খাটো নক্ষত্রকে গলধ:করণ করে এবং পুরো মিল্কিওয়ে জুড়ে এক্সরে রশ্মি বিকিরণ করে।
এখন, এই মহাবিশ্বের জানা ৬৪ টি এলাকার গ্যালাক্সি গুলোর জরিপ একটি উদ্ভট শ্রেণিবিন্যাস প্রকাশ করেছে। পরস্পর থেকে ১০০ মিলিওন আলোকবর্ষ দূরে অবস্থিত এক মুঠো ব্ল্যাক হোল থেকে যে পরিমাণ এনার্জি জেট বিচ্ছুরিত হয় এটা হলো তার শ্রেণিবিন্যাস। মহাবিশ্বে এরকম প্যাটার্ন থাকা তখনই সম্ভব যদি এর চেয়েও অনেক বেশি শক্তিমান কোনো স্ট্রাকচার সরাসরি প্রভাব বিস্তার করে। এরকমটাই ধারণা করছেন মহাকাশ বিজ্ঞানীরা।
আসলেই কি ঘটছে সে ব্যাপারে রয়েল সোসাইটির এসট্রোনমিকাল ডিপার্টমেন্টের রাস টেইলর ইতি মধ্যেই একটি হাইপো থিসিস দিয়েছেন। তাঁর হাইপো থিসিসটি সঠিক বলে প্রমাণিত হলে এটা আমাদের মহাবিশ্বের বর্তমান স্ট্রাকচার ব্যাখ্যা করতে সহায়তা করবে।
ব্ল্যাক হোল গুলোর এই এনার্জি প্যাটার্নের ব্যাপারে সবাই নিশ্চিত নন। কেউ কেউ মনে করছেন তালিকাভুক্ত গ্যালাক্সির সংখ্যা এই জাতীয় প্যাটার্ন তৈরীর জন্য একটু কমই হয়ে যায়। আপনি আর যাই বলুন কসমিক এলাইনমেন্টের এই ঘটনাটা যথেষ্টই বিদঘুটে আর তাই এটা নিয়ে আরো গবেষণা করতে টেলর এবং তাঁর সহকর্মীরা আরও কিছু ব্ল্যাক হোল পর্যবেক্ষণ করবেন। সেগুলোর ধারক গ্যালাক্সি গুলোর মধ্যবর্তী দূরত্ব মেপে দেখবেন এবং আগের স্টাডির সাথে মেলানোর চেষ্টা করবেন।
যদি এই কসমিক এলাইনমেট পুরোপুরি ভাবে সত্য বলে প্রমাণিত হয় তাহলে আপনাকে মেনে নিতেই হবে যে ভয়ানক ধরনের কোনো একটি শক্তি এই মহাবিশ্বকে স্টাকচার দিয়েছে। এবং প্রতিনিয়ত এর শেপ রক্ষা করে চলেছে।
ভালো থাকুন। সুস্থ থাকুন। বিস্তারিত জানতে বিজ্ঞানবর্তিকার সাথেই থাকুন।
অজানা মহাকাশীয় শক্তি: এনার্জি জেট এলাইনমেন্ট এর অস্তিত্ব প্রশ্নবিদ্ধ

Comments are closed.