কি হবে যদি পৃথিবীর তাপমাত্রা ২ডিগ্রী সেলসিয়াস বৃদ্ধি পায়!!!

আমরা প্রায়ই শুনে থাকি যে, পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাচ্ছে। এরকম চলতে থাকলে মানবজাতি বিপদের মুখে পড়বে। পুরো প্রাণিজগতের জন্য সমগ্র পৃথিবী হয়ে উঠবে নরক,ইত্যাদি। কিন্তু এই তাপমাত্রা বৃদ্ধিতে আসলে যেসকল পরিবর্তন ঘটবে তা অনেকেই জানেন না।

২০১৫ সালে, পরিবেশ বিষয়ক সেমিনার প্যারিস এগ্রিমেন্টে ঘোষণা দেওয়া হয় যে, “যেকরেই হোক ২১০০ সালের পূর্বে পৃথিবীর তাপমাত্রা বর্তমান তাপমাত্রা হতে ২ডিগ্রী সেলসিয়াস (৪.৬ ডিগ্রী ফারেনহাইট) পর্যন্ত বাড়তে দেওয়া যাবে না।” অর্থ্যাৎ তাপমাত্রা বৃদ্ধির পরিমাণ ২ডিগ্রীর নিচে রাখতে হবে।

কিন্তু তাপমাত্রা যদি ২ডিগ্রীর বেশি বেড়ে যায় তবে নিম্নোক্ত সমস্যা পরিলক্ষিত হবে

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা প্রায় ১.৬ ফুট বেড়ে যাবে। ফলে উপকূলীয় অঞ্চলে বন্যার পরিমাণ প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে। পাশাপাশি উচ্চ অক্ষাংশে অবস্থিত অঞ্চলসমূহ অর্থ্যাৎ পূর্ব আফ্রিকা, ভারতের কিছু অংশ এবং সাহেলে বিশুদ্ধ পানির পরিমাণ বেড়ে যাবে। আবার সাবট্রপিকাল বা প্রায় গ্রীষ্মপ্রধান অঞ্চলগুলো তার এক-তৃতীয়াংশ বিশুদ্ধ পানি হারাবে।

তবে এর চেয়েও খারাপ যেটা হবে সেটা হচ্ছে তাপীয় প্রবাহ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে। গ্রীষ্মপ্রধান অঞ্চলগুলো বছরের তিন মাস তীব্র তাপীয় প্রবাহের শিকার হবে। ফলে মাটির শস্য উৎপাদন ক্ষমতা কমে যাবে। গম ও ভূট্টা উৎপাদন উল্লেখযোগ্য হারে কমে যাবে। আর তার চেয়েও অধিক হারে কমবে ধান ও সয়া উৎপাদন। আর এই পরিবর্তন বিশ্বব্যাপী সকল মানুষের খাদ্য চাহিদার উপর প্রভাব ফেলবে। কিন্তু এই অবস্থাতে উত্তর এশিয়ায় সয়া উৎপাদন বৃদ্ধি পাবে। আর এই বৃদ্ধির হার হবে বর্তমান উৎপাদন হার হতে এক-চতুর্থাংশ।

সামুদ্রিক জীবপ্রজাতির ক্ষেত্রে অবস্থা হবে আরো করুণ ও শোচনীয়। সমুদ্রের পানির তাপমাত্রা বেড়ে যাবে। ফলে সমুদ্রের ৯৯ শতাংশ প্রবাল বা উদ্ভিদ মৃত্যুর দিকে চলে যাবে। আর প্রবালের মৃত্যু সমুদ্রের বাস্তুসংস্থানকে প্রায় ধব্বংস করে দেবে। প্রায় ৯ মিলিয়ন প্রজাতির জীব খাদ্যাভাবে বিলুপ্তির দিকে এগিয়ে যাবে।

European Geoscience Union সর্বপ্রথম তাপমাত্রা বৃদ্ধির কারণে ভবিষ্যত নিয়ে এই পূর্বাভাস দেয় ২০১৬ সালে। ২০১৭ সালে আরো একটি বিশেষজ্ঞ দল পূর্বাভাস দেয় যে,

“২১০০ সালের আগেই পৃথিবীর তাপমাত্রা ২ডিগ্রি সেলসিয়াস বেড়ে যাওয়ার সম্ভাবলা ৯৫ শতাংশ।”

কিন্তু নির্মম সত্য হচ্ছে এই যে, সকল পূর্বাভাস সম্পর্কে জানা সত্ত্বেও আমরা মানবজাতি অপকর্ম হতে নিজেদের সড়াব না। কিন্তু সান্তনা একটাই। হয়তোবা আমরা আমাদের ভয়ানক ভবিষ্যত সম্পর্কে কিছুটা হলেও আগাম প্রস্তুতি নিয়ে রাখতে পারব।

2 Comments

  1. Fahim Faysal Sowrav

    Do you know there is a conflict about “Sea level rising due to global warming” among the scientists? I think you should do some more research on geology and you can explain how ice age comes and sea level fall and rise due to geological reasons, not for global warming. And many more of course.

  2. Abidul Islam

    Next time the news will be more detailed..Thank you for your valueable advice…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>