ডিলিট করা ডাটা যায় কোথায়!!!

টেপ-রেকর্ডার ইউজাররা বাদে মোটামুটি সবাই “DELETE” শব্দটার সাথে পরিচিত। স্মার্ট ফোন ইউজারদের যখন “Insufficient Space” নোটিফিকেশনটি আর সরছে না তখনি তারা নেমে পরে ডাটা ডিলিট নামক যুদ্ধে। এমনকি পিসি ইউজাররাও। একবার কি ভেবে দেখেছি ডাটা গুলো যায় কোথায়?ডাটা গুলো কি বাতাসের সাথে মিশে যায় নাকি কোনও ফুটো দিয়ে বের হয়ে যায়?

প্রথমত বলি, এই পর্যন্ত যত ডাটা রাইট করা হয়েছে, কোনও ডাটাই ডিলিট হয় নি, যদি না স্টোরেজ ডিভাইসটি গলিয়ে ফেলা হচ্ছে।

 

আজ্ঞে হ্যাঁ, ফরমেট করলেও না। আগে আসি ডাটা ডিলিট টা হয় কিভাবে? সহজ ভাবে বলতে গেলে, ডাটা স্টোরেজ ডিভাইস বা মেমোরি কার্ড হলও একটা বই এর মতো। বই এর প্রথমে যেমন একটা সূচিপত্রতে লিখা থাকে কোন পেজে কি আছে, যা দেখে পাঠক বুঝতে পারে সে যেটা খুঁজছে তা কত নম্বর পেজে। ঠিক তেমনি, প্রতিটা ডাটা স্টোরেজ ডিভাইসে থাকে সূচিপত্র। তা অবশ্য বইয়ের সূচীপত্রের মতো না। আমরা অনেকেই DLL(Dynamic Library Link) এর নাম শুনেছি। অনেক windows  ইউজার রা প্রায়ই DLL  মিসিং এর ঝামেলায় পরে যার কারণে কোনও ফাংশন চলছেনা। তো এই DLL  ই হলও সূচীপত্রের প্রতিটা লাইন। মেমোরি তে ডাটা থাকে বাইনারী অর্থাৎ ০ এবং ১ এর কম্বিনেশন আকারে। ধরি, xyz.png  নামে একটা ছবি ডাটা স্টোরেজ ডিভাইসে রাখা হলও। এখন অবশ্যই এটার নির্দিষ্ট Address  আছে, এই address টাই বহন করে DLL ফাইল।

ডাটা কিভাবে ডিলিট হয়?

ধরুন, আপানর বই এর সূচীপত্র থেকে একটা লাইন মুছে নতুন লাইন লিখা হলও, তাতে করে কি ভিতরের লেখা মুছে যাবে? যাবে না তাই তো? ঠিক তেমনি, ডিলিট করার সাথে সাথে ওই address  টি মুছে যায় কিন্তু ডাটা মুছে না। তখন ঐ DLL  ফাইল নতুন ডাটার address বহন করে।

এখন প্রশ্ন হলও, যদি ডিলিট ই না হয় তবে নতুন ডাটা রাইট হয় কিভাবে?

উত্তরে গবেষকরা বলেছেন, যখন ডাটা ডিলিট করা হয় তখন পয়েন্টার (DLL  ও ডাটা এড্রেস এর মধ্যে সম্পর্ক স্থাপনকারী) কম্পিউটার কে জানায় যে এই জায়গা খালি, নতুন ডাটা এখানে রাইট করা যাবে। যদি ডিলিট করা ফাইলের address এ নতুন ডাটা ১বার রাইট করা হয় তবে আগের ডাটাতে একটু Corrupt দেখা যায়।Special Data recovery tools এই খালি এড্রেস গুলো খুঁজে বের করে আগের বাইনারী কম্বিনেশনের ইনফরমেশন খুঁজে ডাটা ব্যাকআপ করে থাকে। ডিলিট সংক্রান্ত আরেকটি সমস্যা হলও, “Bad Sector”. প্রয়োজনের অতিরিক্ত ফরমেট করা বা ফিজিক্যাল কোনও ড্যামেজ এর কারণে স্টোরেজ এর কিছু Address কে অপারেটিং সিস্টেম access করতে পারে না। অর্থাৎ Bad Sector এ কোনও ডাটা গেলে তা কখনো রিরাইট বা ডিলিট করা সম্ভব না।

 

২০ বারেরও বেশি ডিলিট করার পর রিকোভার করা করাপ্টেড ফটোঃ

               

 

এখন আরেকটা প্রশ্ন,তাহলে আমি কিভাবে ডাটা ডিলিট করবো? বা ফোন বিক্রির সময় কি করতে পারি? এর সল্যুশন হিসেবে আপনি একবার ফরমেট এর পর, পুরো স্টোরেজ আবার নতুন ডাটা দিয়ে পূর্ণ করবেন এভাবে ৪\৫ বার করবেন। কিন্তু তাতেও কোনও নিশ্চয়তা নেই। কারণ ৩৪ বার এই কাজ করার ফলেও প্রথম বারের ডাটা ব্যাকআপ করতে সক্ষম হয়েছে কোরিয়ার একদল তরুণ ইঞ্জিনিয়ার। যদি আপনার ডাটা খুব সেনসিটিভ হয় তবে Hard Disk পুরোপুরি গলিয়ে ফেলতে পারেন। কথিত আছে, যতদিন না Thermal Death  হচ্ছে ততদিন অবধি পৃথিবীর কোনও ডাটাই ডিলিট হচ্ছে না।

Comments are closed.