গত বছরের জুলাই মাসে ফেসবুক তার দুইটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পন্ন চ্যাটবট এর সকল প্রক্রিয়া বন্ধ করে দেয়। চ্যাটবট দুইটি তৈরি করা হয়েছিলো মানুষের সাথে বলার জন্য এবং মানুষের আচরণ থেকে শিখার জন্য। তারা একে অপরের সাথেও কথা বলতে পারতো। ডিফল্ট ভাষা হিসেবে ইংলিশ ইনপুট করা ছিলো। অর্থাৎ তাদের কথোপকথন সব ইংরেজিতে হবে।
কিন্তু পরিস্থিতি কয়েকদিন পর অন্যদিকে মোড় নেয়। চ্যাটবট দুইটি ইংরেজি অক্ষরেই কথোপকথন করতো কিন্তু তাদের ভাষা মানুষের বোধগম্য ছিলো না। ইংরেজি শব্ধ ব্যবহার করেই তারা তথ্য আদান প্রদান করতো তবে ভাষা কোনো ব্যাকরণের আওতায় ফেলা যেতো না। চ্যাটবট দুইটির নাম Bob এবং Alice. তাদের কথোপকথন এর কিছু অংশ নিচে আপনারা দেখতেই পাচ্ছেন।
Bob: i can i i everything else . . . . . . . . . . . . . .
Alice: balls have zero to me to me to me to me to me to me to me to me to Bob: you i everything else . . . . . . . . . . . . . . Alice: balls have a ball to me to me to me to me to me to me to me Bob: i i can i i i everything else . . . . . . . . . . . . . . Alice: balls have a ball to me to me to me to me to me to me to me Bob: i . . . . . . . . . . . . . . . . . . . Alice: balls have zero to me to me to me to me to me to me to me to me to Bob: you i i i i i everything else . . . . . . . . . . . . . . Alice: balls have 0 to me to me to me to me to me to me to me to me to Bob: you i i i everything else . . . . . . . . . . . . . . Alice: balls have zero to me to me to me to me to me to me to me to me to |
চ্যাটবট তাদের নিজেদের ভাষা নিজেরা তৈরি করেছে, বুঝার সুবিধার্থে। ডাটা এনালাইসিস করে দেখা গেছে, তারা তাদের ডিফল্ট ভাষা হিসেবে নিজেদের ভাষাকেই ঠিক করে নিয়েছে। তাদের ডাটাবেস এ এমন কোনো ফাইল বা ডকুমেন্ট ও পাওয়া যায়নি যে, তাদের এই ভাষা ডিক্রিপ্ট করে বুঝা যাবে যে তারা কি নিয়ে আলোচনা করছে।
ধারণা করা হয়,
চ্যাটবটের একটি প্রিন্সিপাল ছিলো “Reward”. এর মানে হলো, বট গুলো যত বেশি মানূষের সাথে মিশতে পারবে, কথায় রসিকতা আনতে পারবে সে বট ততো Reward পাবে। কিন্তু এই ফাংশন কেবল মাত্র চ্যাটবট যখন ভার্চুয়ালি কোনো মানুষের সাথে কথা বলবে বা চ্যাট করবে সেক্ষেত্রে। কিন্তু দুইটি বট যখন কথা বলে একে অপরের সাথে সেক্ষেত্রে বাক্যগুলো মানুষের মতো হওয়া লাগবে এমন কোনো ফাংশন ছিলো না। বরং চ্যাটবট মানুষের ভাষা ব্যবহার করতো সেক্ষেত্রে তাদের কম্পিউটেশন সময় বেশি লাগতো। তাদের নিজেদের কাজের সুবিধার্থে তারা ইংলিশ এর কিছু সহজ শব্দগুলোর কম্বিনেশন নিয়ে নিজেদের ভাষা তৈরি করেছে। তাদের তথ্য আদান প্রদানের কোনো বিষয় সম্পর্কেই জানতেন না গবেষকরা। তাই দেরী না করে এদের সকল কার্যকলাপ বন্ধ করে দেওয়া হয়।
Leave a Reply