দুই লেজের কাহিনী! কেনো তিমি এবং হাঙর এতো ভিন্নভাবে সাতার কাটে?

আমরা তিমি এবং হাঙর দুটোই ন্যাশনাল জিওগ্রাফী বা ডিসকভারীতে দেখে অভ্যস্ত। আমরা হয়তো একটু লক্ষ্য করে দেখতে পাবো তিমি এবং হাঙর দুটোই সমুদ্রের দানব, তবে তাদের সাতার কাটার ধরন ভিন্ন। অনেকের মনেই প্রশ্ন জাগে দুটোই সমুদ্রের প্রানী তাহলে তাদের সাতার কাটার ধরন আলাদা কেনো? তাদের সাতার কাটার ধরন কেনো ভিন্ন এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে প্রানীবিদ্যা বিভাগের অধ্যাপক এবং স্কুল অফ আর্থ এন্ড এনভায়রনমেন্ট এর ডিন কেনেথ লাকোভারা বলেন তিমি প্রায় ৫০ মিলিওন বছর পূর্বে ম্যামথ জাতীয় প্রানী থেকে বিবর্তিত হয়েছে।
যখন চারপেয় মেমথ জাতীয় প্রানীগুলো দৌড়াতো তাদের লেজ উপর নিচে উঠানামা করতো। তিমিরা এখনও পানির নিচে একই এনাটমী বহন করছে। অপরদিকে হাঙর শুরু থেকেই জলজ প্রানী। জলজ প্রানীদের ক্ষেত্রে তাদের লেজ সামনে পিছে নড়াচড়া করে।
এমনকি মনে করা হয় যখন প্রথম জলজ প্রানী হিসাবে টিকটালিক ৩৭৫ মিলিওন বছর আগে জল ছেড়ে স্থলে উঠে আসে তখনও তার লেজের গতি ছিলো সামনে পিছে। এখনকার সময়ের জলজ সরীসৃপ যেমন সাপকেও দেখা যায় লেজ সামনে পিছে নড়াচড়া করাতে।

আসলে এই দুই জলজ দানবেরই উৎস ভিন্ন। একজন মাছ অন্যক্ন স্তন্যপায়ী প্রানী।
এজন্যেই তাদের লেজের গতিতে এমন তফাৎ! অধ্যাপক লায়কোভা আরো বলেন এদের মাঝে কোনও লেজই বিবর্তনে ভূমিকা রাখেনি।লেজের গতি বিবর্তনে কাউকে কোনও বাড়তি সুবিধা দেয়নি। যদি দিতো তাহলে আমরা প্রজাতীর মাঝে পরিবর্তনের জন্যে একপ্রকার চাপ দেখতে পেতাম। কিন্তু আমরা বাস্তবে এমন কিছুই দেখিনা।”

সুত্র:
১)লাইভ সাইন্স
২) ইভ্যুলিউশান নিউজ

প্রতিবেদকঃ জামিলুর রশিদ

Comments are closed.