কেন তুমি উল্কা থেকে আসা শব্দ এবং আলো একইসাথে শুনতে ও দেখতে পারনা?

কয়েক শত বছর ধরে বিজ্ঞানীরা উদ্ভাবনের চেষ্টা করছেন যে কেনো আমরা উল্কা পিন্ডকে দেখার আগে এর থেকে আসা শব্দ শুনতে পাই। যদিও আমরা সবাই জানি যে আলোর বেগ শব্দের বেগের চেয়ে প্রায় ৮০০০০০ গুন বেশি, তবুও এই ঘটনার কারণ অনেকদিনই অজানা ছিল।  কিন্তু এখন বিজ্ঞানীরা এই ঘটনার কারণ খুঁজে বাহির করতে সক্ষম হয়েছেন।

আসলে সেই শব্দটা উল্কা থেকে উৎপন্ন হয়না। Cornell University এর  বায়ুমণ্ডলীয় বিজ্ঞানী মিশেল কেইলে এবং Tel Aviv University কলিন প্রাইস এই ঘটনার একটি যৌক্তিক কারণ উদ্ভাবন করেছেন। তাদের মতে, পড়ন্ত  উল্কাপিণ্ডটির গতিজনিত কারণে এর প্রান্তগুলো চার্জিত হয়ে উঠে। এই চার্জিত প্রান্ত গুলোতে ইলেকট্রিক ফিল্ড তৈরি হওয়ার ফলে সেখানে বজ্রপাত ঘটে। যা থেকে রেডিও ওয়েভ তৈরি করে এবং ইলেক্ট্রোম্যাগনেটিক রেডিয়েশনের ফলে তা আলোর গতিতে ভূপৃষ্ঠে নেমে আসে এবং ভূপৃষ্ঠে থাকা ধাতু এবং ধাতুর বস্তুর সাথে ধাক্কা খেয়ে শব্দ উৎপন্ন করে।   

এই একই ঘটনা অরোরার ক্ষেত্রেও ঘটে থাকে। এজন্যই তুমি উল্কা থেকে আসা শব্দ আগে শুনতে পাও এবং তারপরে উল্কাটিকে দেখতে পাও।

প্রতিবেদকঃ আমান উল্লাহ্‌ আমান

Comments are closed.