WristBand এর সাথে আমরা সবাই পরিচিত। ইলাস্টিক বডি এর উপর সুন্দর সব ডিজাইন করা থাকে। ইদানীং বাজারে কিছু WristBand এসেছে , যা আপনার স্টেপ কাউন্টার, ক্যালরি মিটার আর বিপি চেকার হিসেবে ব্যবহার করা যায়।
সম্পূর্ণ ভিন্ন চিন্তা ধারায় বাজারে Wrixo নামে ১৯ ডলারে নতুন ব্যান্ড এসেছে, যা আপনার জীবন বাচাতে পারে। যেকোনো দুর্ঘটনার পর আপনার প্রাথমিক চিকিৎসা খুব দ্রুত প্রয়োজন। কিন্তু ধরুন, আপনার এলারজি অথবা এজমা আছে। তাই বেশ কয়েকটা স্যালাইন ও ইনজেকশন রয়েছে যা প্রাথমিক চিকিৎসায় ব্যবহার করলে আপনার ক্ষতি হবে। নতুন এই ব্যান্ড এর মধ্যে আপনার সর্বশেষ হেলথ ডিটেইলস থাকবে। ব্যান্ড এর উপরে দেখা যাচ্ছে যে, একটা QR কোড আছে। কোডটি স্ক্যান করলেই আপনার হেলথ ডিটেইলস পাওয়া যাবে। তাছাড়া আছে NFC(Near Field Connection) সার্ভিস। ফোনের NFC এর মাধ্যমেও আপনার হেলথ ডিটেইলস পাওয়া যাবে। এতে করে জরুরি অবস্থায় ভুল চিকিৎসায় প্রাণ হারাতে হবে না।
প্রাণ রক্ষায় সহয়তা করবে WristBand

Tags: wristband
Comments are closed.